মাটির অম্লত্ব ও ক্ষারত্ব SOIL ACIDITY AND ALKALINITY. অম্লীয় মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য? ক্ষারীয় মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য?

মাটির অম্লত্ব ও ক্ষারত্ব SOIL ACIDITY AND ALKALINITY.

মাটি বা মৃত্তিকা কাকে বলে? 

 ভূপৃষ্ঠের উপরের নরম স্তর যেখানে গাছপালা জন্মে, পাহাড়, পর্বত, নদী নালা অবস্থিত তাকে মাটি বা মৃত্তিকা বলে । 

 সকল মাটিতে সকল ফসল ভালো হয় না। মাটির অম্লত্ব ও ক্ষারত্বের উপর ফসলের ফলন নির্ভর করে। কোন ফসল অম্লীয় মাটিতে ভালো হয় কোন ফসল ক্ষারীয় মাটিতে ভালো হয়। তবে অধিকাংশ ফসল নিরপেক্ষ মাটিতে ভালো হয়। এজন্য মাটির অম্লত্ব ও ক্ষারত্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। মাটির অম্লমান (Soil pH) অম্লমান মাটির একটি রাসায়নিক ধর্ম। অম্লমান বা pH দ্বারা মাটির অম্লীয় বা নিরপেক্ষ বা ক্ষারীয় অবস্থাকে বোঝায় মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে মাটির অম্লমান বা pH বলে অর্থাৎ pH –log[H]] এর একক হচ্ছে গ্রাম/লিটার। এখানে কে এসেছে গ্রিক শব্দ pondus থেকে। pondus শব্দের অর্থ ওজন। H' হচ্ছে হাইড্রোজেন আয়ন / অর্থাৎ pH বলতে হাইড্রোজেনের আয়নের ওজন বা ঘনত্ব বা পরিমাণকে বোঝায় মাটি বা দ্রবণের ক্ষেত্রে অম্লমান বা pH এর পরিসীমা হচ্ছে ১-১৪ । সাধারণত মাটির অম্লমান ৩-১০ পর্যন্ত হয়) pH মিটার এর সাহায্যে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপ করা হয় । 

মাটির অম্লত্ব ও ক্ষারত্ব SOIL ACIDITY AND ALKALINITY. অম্লীয় মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য ক্ষারীয় মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য
মাটির অম্লত্ব ও ক্ষারত্ব SOIL ACIDITY AND ALKALINITY. অম্লীয় মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য ক্ষারীয় মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য

অম্লমান অনুসারে মাটি বা মৃত্তিকা তিন রকম যথা : 
  • ১. অম্লীয় মাটি, pH হচ্ছে ৭ এর কম। 
  • ২. নিরপেক্ষ বা প্রশম মাটি, pH হচ্ছে ৭ এবং 
  • ৩. ক্ষারীয় মাটি, pH হচ্ছে ৭ এর বেশি। 

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI) এর মাটির অম্লমান শ্রেণি :

অম্লমান শ্রেণি

অম্লমান মাত্রা

ফসল নির্বাচন

অত্যধিক অম্ল

৪.৫ এর নিচে

কমলা, লেবু, আনারস, চা ইত্যাদি

অধিক অম্ল

৪.৫-৫.৫

কমলা, লেবু, আনারস, চা, কফি, বাতাবি লেবু কাঁঠাল, ব্লুবেরি ইত্যাদি ।

মৃদু অম্ল

৫.৬-৬.৫

কমলা, লেবু, কাঁঠাল, আলু, গম, ভুট্টা, চিনা, কাউন, তামাক, পাট, ডালজাতীয় ফসল ইত্যাদি ।

নিরপেক্ষ

৬.৬-৭.৩

ধান, পাট, ডালজতীয় ফসল, সরিষা, তুলা, বিভিন্ন রকম সবজিসহ অধিকাংশ ফসল ভালো হয় ।

মৃদু ক্ষার

৭.৪-৮.৮

ধান, পুঁইশাক, গাজর, আখ, পিয়াজ, তুলা, নারিকেল, তাল, খেজুর, সুপারি, ডাল শস্য ইত্যাদি। 

অধিক ক্ষার 

৮.৫-৯.০

নারিকেল, তাল, সুপারি, স্কোয়াশ (সবজি) ইত্যাদি।

অত্যধিক ক্ষার

৯ এর অধিক

কোন ফসলই ভালো হয় না। 

মাটির অম্লত্ব (Acidity of Soil)  

মাটি অম্ল কাকে বলে?

মাটিতে হাইড্রোক্সিল আয়নের (HO) চেয়ে হাইড্রোজেন আয়নের (H') ঘনত্ব বা পরিমাণ বেশি হলে মাটি অম্ল বলে।

অম্লমান ৭ এর কম হলে মাটি অম্ল হয় পায়ে মাটির অম্লমান ৭ এর চেয়ে যত কম সে মাটির অম্লত্ব তত বেশি। সাধারণত বাংলাদেশের পাহাড়ী অঞ্চলের লাল মাটি অম্লীয় অম্লীয় মাটিতে চা, কফি, আনারস, কমলালেবু, লেবু, কাঁঠাল ইত্যাদি ভালো হয় । 

অম্লীয় মাটির বৈশিষ্ট্য : 

  • ১. অম্ল মাটির pH-৭ এর কম হয়। মাটির রঙ সাধারণত লাল । 
  • ২. জৈব পদার্থ সহজে পচে না । 
  • ৩. মাটিতে নাইট্রোজেনের অপচয় কম হয়। 
  • ৪. অণুজীবের কার্যাবলি কমে, ছত্রাকের কার্যাবলি বাড়ে। 
  • ৫. ফসফরাস ও কোবাল্টের সহজলভ্যতা কম হয়। 
  • ৬. ক্ষারীয় উপাদান (সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম) কম থাকে। 
  • ৭. আয়রন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেড়ে বিষাক্ততা দেখা দেয় । 
  • ৮. চুন প্রয়োগসহ বিভিন্ন উপায়ে মাটির অম্লত্ব কমানো যায়। 
  • ৯. বোরন, জিঙ্ক, কপার ইত্যাদি গৌণ উপাদানের সহজলভ্যতা বাড়ে। 
  • ১০. অম্ল সহনশীল ফসল যেমন- চা, কফি, আনারস, লেবু ইত্যাদি ভালো জন্মে ।

মাটির ক্ষারত্ব (Alkalinity of soil)

ক্ষারীয় কাকে বলে?

মাটিতে হাইড্রোজেন আয়ন (H+) এর চেয়ে হাইড্রোক্সিল আয়ন (OH) এর পরিমাণ বা ঘনত্ব বেশি হলে মাটি ক্ষারীয় বলে

মাটির এই রাসায়নিক ধর্মকে মাটির ক্ষারত্ব বলে । মাটির অম্লমান বা pH এর মান ৭ এর বেশি হলে মাটি ক্ষারীয় হয়। pH ৭ এর যত বেশি হবে মাটি তত ক্ষারীয় হবে । মাটিতে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে বলে মাটি ক্ষারীয় হয় বাংলাদেশের দক্ষিণে সমুদ্র উপকূলীয় অঞ্চলের লোনাভূমির এলাকার মাটি ক্ষারীয়।

ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য:

  • ক্ষারীয় মাটির অম্লমান বা pH ৭ এর বেশি হয়।
  • বিনিময়ক্ষম সোডিয়াম ১৫% এর বেশি থাকে। এক
  • অণুজৈবিক কার্যাবলি কম হয়।
  • জৈব পদার্থ পচে না বা বিয়োজিত হয় না ।
  • ফসফরাসের সহজলভ্যতা কম হয়।
  • ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে।
  • সোডিয়াম বেশি থাকায় মাটি বিষাক্ত হয়।
  • কদম কণা ও জৈব পদার্থ কম থাকে ।
  • ক্ষারীয় মাটিতে নারিকেল, সুপারি, আখ, খেজুর ও ডাল জাতীয় শস্য ভালো হয় ।
  • তামা, বোরন ও দস্তার অভাব হতে পারে।
মাটির অম্লত্ব ও ক্ষারত্ব SOIL ACIDITY AND ALKALINITY. অম্লীয় মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য, ক্ষারীয় মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য?  মাটির অম্লত্ব ও ক্ষারত্ব সম্পর্কে আমরা আমাদের এই পোস্টে বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি আপনাদের যদি এই সম্পর্কে আরো কোন প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন. আশা করি মাটির অম্লত্ব ও ক্ষারত্ব SOIL ACIDITY AND ALKALINITY, অম্লীয় মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য, ক্ষারীয় মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য পোস্টটি আপনাদের খুবই উপকারে আসবে।

Previous Post