কৃষক সভা কাকে বলে? উঠান বৈঠক কাকে বলে ? কৃষক সভা ও উঠান বৈঠকের মধ্যে পার্থক্য?
কৃষক সভা কাকে বলে?
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপজেলা কৃষি অফিস প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে মাঝেমাঝে কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে যে সভা বা বৈঠক করে তাকে কৃষক সভা ও উঠান বৈঠক বলে এই সভাটি ইউনিয়ন পরিষদ অথবা হাট বাজারের যেকোনো বড় টিনের ছাউনি অথবা বিদ্যালয়ের প্রাঙ্গণায় করা হয়।
৫০ থেকে ৬০ জন কৃষক নিয়ে ইউনিয়ন পরিষদ অথবা হাট বাজারের যেকোনো বড় টিনের ছাউনি অথবা বিদ্যালয়ের প্রাঙ্গণায় যে সভা করা হয় তাকে কৃষকসভা বলে।
উঠান বৈঠক কাকে বলে ?
যে সবার জরুরী প্রয়োজনে কৃষকদের তথ্য, প্রযুক্তি, রোগ বালাই ও পোকামাকড় সমস্যার সমাধান, উপদেষ্টা ও জরুরি সমস্যার প্রয়োজনে ২০ থেকে ৩০ জন নিয়ে উঠানে যে বৈঠক করা হয় তাকেই কৃষি উঠান বৈঠক বলে।
আজকের এই পোস্টে আপনারা কৃষক সভা কাকে বলে, উঠান বৈঠক কাকে বলে এবং কৃষকসভা ও উঠান বৈঠকের মধ্যেকার পার্থক্য আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন.
কৃষক সভা ও উঠান বৈঠক কেন করা হয়?
ফসল চাষাবাদ মৌসুম শুরুর আগে অথবা মাঝে মাঝে অথবা প্রতিমাসে নির্দিষ্ট তারিখে কৃষকসভা করা হয়। কৃষক সবার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে নতুন প্রযুক্তি হস্তান্তরের উদ্বুদ্ধ করা, কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান দেওয়্ কৃষকদের করণীয়, প্্ প্রসার ও সম্প্রসারণ সহ কৃষি সংশ্লিষ্ট বিষয়ে কৃষকদের সাথে উপজেলা কৃষি কর্মকর্তা অথবা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ মতবিনিময় করেন। এছাড়াও হঠাৎ কোনো সমস্যা হলে যেমন ধান ক্ষেতে পোকা আক্রমণ হলে তাৎক্ষণাৎ কৃষি সভা ডাকা হয়।
কৃষক সভায় ৫০ থেকে ৬০ জন কৃষক অংশগ্রহণ করে। আর অপরদিকে উঠান বৈঠকে ২৫ থেকে ৩০ জন কৃষক অংশগ্রহণ করে। উঠান বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি কোন প্রয়োজনে কৃষকদের তথা তথ্য প্রদানের জন্য যেকোনো সময় উঠান বৈঠক করা হয়।
কৃষক সভা ও উঠান বৈঠকের মধ্যে পার্থক্য?
এখানে আমি আমার এই ওয়েবসাইটের পোস্টে কৃষি সভা ও কৃষি উঠান বৈঠক সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা দিয়েছে, আশা করি এই ধারণা নিয়ে আপনি এইচএসসি পরীক্ষায় কৃষি সভা ও উঠান বৈঠক সম্পর্কে ভালো একটি ধারণা নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। মূলত এটি শুধু এসএসসি পরীক্ষার্থীর জন্য নয় কৃষি সভা ও উঠান বৈঠকের পার্থক্য এবং কৃষি সভা ও উঠান বৈঠক কাকে বলে? এর প্রশ্নের উত্তর সকল শ্রেণীর জন্য প্রযোজ্য। আশা করি আপনারা আমার এই পোষ্টের মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছেন। কৃষক সভা কাকে বলে? উঠান বৈঠক কাকে বলে ? কৃষক সভা ও উঠান বৈঠকের মধ্যে পার্থক্য? এই ধরনের আরো ছোট প্রশ্ন পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।