সক্ষম দরিদ্র কাকে বলে? সক্ষম দরিদ্র বলতে কি বুঝায়?

সক্ষম দরিদ্র কাকে বলে?

সবল ও কর্মক্ষম ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বা Sturdy beggars  বলে। 

সক্ষম দরিদ্র বলতে কি বুঝায়?

১৬০১ সালে দরিদ্র আইন অনুযায়ী শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ, সবল ও কর্মক্ষম লোকেদের সক্ষম দরিদ্র বলা হয়। ইংল্যান্ডের সক্ষম দরিদ্রদের ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় এবং জোরপূর্বক কাজ করতে বাধ্য করা হয়। সক্ষম দরিদ্রদের সংশোধনের জন্য সংশোধনাগার কিংবা কাজ করার জন্য শ্রম করে পাঠানোর ব্যবস্থা করা হতো। যারা তা মানতে রাজি হত না তাদেরকে কারাগারে পাঠানো হতো।


HSC  সমাজকর্ম ১ম পত্র বই PDF.

Click Here


Next Post Previous Post